রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১১ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

বিজ্ঞান ও প্রযুক্তি

আইওএসে নিরাপত্তাত্রুটি, জরুরি হালনাগাদ আনল অ্যাপল

ওয়ালিউল হাসান   চুয়াডাঙ্গা

০৩ ডিসেম্বর ২০২৩


আইফোনে দ্রুত হালনাগাদ সংস্করণের আইওএস ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল
আইফোনে দ্রুত হালনাগাদ সংস্করণের আইওএস ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল | ছবি: ইন্টারনেট

আইওএস অপারেটিং সিস্টেমে দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে অ্যাপল। ‘জিরো ডে’ ঘরানার ত্রুটিগুলোর কারণে প্রায় সব আইফোন ব্যবহারকারী সাইবার হামলার শঙ্কায় রয়েছেন। আর তাই তড়িঘড়ি করে ত্রুটিগুলোর সমাধান করে ‘আইওএস ১৭.১.২’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত আইওএস হালনাগাদের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের তথ্যমতে, ‘আইওএস ১৬.৭.১’ থেকে আগের সব আইওএস সংস্করণে ‘সিভিই-২০২৩-৪২৯১৬’ এবং ‘সিভিই-২০২৩-৪২৯১৭’ নামের দুটি ত্রুটি শনাক্ত করা হয়েছে। ত্রুটিগুলোর কারণে ওয়েবকিটের নিরাপত্তা এড়িয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে তথ্য চুরি করতে পারে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ব্যবহারকারীরা।

জরুরি হালনাগাদ পেতে আইফোনের সেটিংস অপশন থেকে জেনারেল ট্যাপ করে সফটওয়্যার আপডেটস নির্বাচন করতে হবে। এরপর আপডেট নাউ বাটন ট্যাপ করলেই পুরোনো সংস্করণে চলা আইফোনে ‘আইওএস ১৭.১.২’ সংস্করণ ইনস্টল হয়ে যাবে।