26° সে:
০২ ডিসেম্বর ২০২৩
ভূমিকম্পের দেশ থেকে এত দূর এসেও নিউজিল্যান্ডের রেহাই নেই। আজ সকাল সকাল সিলেটের মাঠে দাঁড়িয়েই তারা হয়তো টের পেলেন পায়ের নিচে মাটি মৃদু কেঁপে উঠছে। ‘মৃদু’ বলার কারণ, সকাল ৯টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পটি রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লার দিকে যে রকম প্রবল দুলুনি দিয়ে গেছে, সিলেটে সে তুলনায় এর ধাক্কা ছিল না বললেই চলে।
তবে সিলেট টেস্ট নিউজিল্যান্ডকে অন্য এক ভূমিকম্পের ঝাঁকুনি ঠিকই দিয়েছে। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলটি চ্যাম্পিয়নশিপের আরেকটি চক্রে এসে প্রথম টেস্টেই কিনা বাংলাদেশের কাছে হেরে গেল ১৮১ রানের বিরাট ব্যবধানে! নিয়মিত ভূমিকম্পে কেঁপে অভ্যস্ত দেশের টিম সাউদি-ড্যারিল মিচেলরা বাংলাদেশের ৫.৬ মাত্রার ভূমিকম্পটি যদি সেভাবে অনুভব নাও করে থাকেন, তবু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের হারটাই বিশ্বকাপ সেমিফাইনালে খেলে আসা দলটির জন্য বড় এক দুলুনি।
ম্যাচটা বাংলাদেশ জিতে যেতে পারত গতকালই। বিশেষ করে ৩৩২ রানের লক্ষে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬০ রানে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল এই টেস্ট হয়তো পঞ্চম দিনের সূর্য দেখবে না। কিউই ব্যাটসম্যানদের বিপক্ষে মুহুর্মুহু আবেদন তুলছিলেন বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। কোনোটাতে ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছেন, কোনোটা ভয় ধরিয়ে দিচ্ছে ব্যাটসম্যানের মনে।
ব্যতিক্রম ছিল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে মিচেলের প্রতিরোধের চেষ্টা। টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসনরা ছোট ছোট সঙ্গত দিয়ে গেছেন তাঁকে। এই করে করেই এক শ পার, শেষে এসে ইশ সোধিকে নিয়ে তো মিচেল পার করে দিলেন দিনটাই। শেষ এক ঘণ্টায় লড়াইটা হয়ে উঠেছিল এমন—বাংলাদেশ চায় নিউজিল্যান্ডকে অলআউট করে চতুর্থ দিনে ম্যাচ শেষ করতে। কিন্তু নিউজিল্যান্ডের পণ, ম্যাচ যে করেই হোক পঞ্চম দিনে নিতে হবে। এই নিয়ে কী হয় কী হয় একটা অবস্থায় পার হয়েছে শেষ বেলা। শেষ পর্যন্ত চতুর্থ দিন শেষে মিচেলের ৮৬ বলে অপরাজিত ৪৪ রানের সুবাদে কাল ‘জয়’টা হয়েছে নিউজিল্যান্ডেরই। বাংলাদেশ তো অন্তত চার দিনে টেস্ট জিততে পারল না!
কে জানে, অদৃষ্টই হয়তো চেয়েছিল ভূমিকম্পের দেশের ক্রিকেটারদের হারের আগে একটু ‘হোম কন্ডিশনের’ মেজাজ দেওয়া যাক। কিন্তু সিলেট পর্যন্ত সেই মেজাজ খুব একটা এল না। তার মধ্যেই শেষ দিনে এসে নিউজিল্যান্ডের নতুন লড়াই—শেষ ৩ উইকেটে যত দূর নিয়ে যাওয়া যায় টেস্টটাকে। বাংলাদেশের লক্ষ্য ছিল যথারীতি যত তাড়াতাড়ি শেষ করা যায় টেস্ট, মাউন্ট মঙ্গানুইয়ের পর সিলেটেও নিউজিল্যান্ডের বিপক্ষে মেতে ওঠা যায় আরেকটি জয়োৎসবে।
সেই উৎসবের জন্য অপেক্ষা করতে হয়েছে ১ ঘণ্টা ২৬ মিনিট। প্রথম সাফল্যটা আসতে আসতেই ১০ম ওভার। ধৈর্যের পরীক্ষায় হার মেনে নাঈম হাসানকে সুইপ করেছিলেন ততক্ষণে অর্ধশত (৫৮) করে ফেলা মিচেল। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সেটাই দারুণ এক ক্যাচ হয়ে গেলে তাইজুল ইসলামের হাতে। ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে আসায় মিচেলের ১২০ বলে খেলা ৫৮ রানের ইনিংস এবং ইস শোধির সঙ্গে তাঁর ৩০ রানের রাত পার করা জুটিটাকে বিশেষভাবে মনে রাখবে নিউজিল্যান্ড। অবশ্য যদি তারা এই টেস্টটাকেই মনে রাখতে চায় আর কি! এর ৮ ওভার পর দ্বিতীয় সাফল্যটা আসে সেই তাইজুলের হাত ধরেই, সাউদিকে শর্ট মিড উইকেটে জাকির হাসানের ক্যাচ বানিয়ে। টেস্টে ১২তম পঞ্চম উইকেট পাওয়ার আনন্দে মাতা তাইজুল মাঠেই অভিনন্দন পেয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যান ইশ সোধিরও। এর পর তাইজুলের আরেকটি উইকেটে ৭২তম ওভারের ১ম বলেই হয়ে যায় জয়ের আনুষ্ঠানিকতা। ইশ সোধির এই ক্যাচটাও নিয়েছেন জাকির। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট সহ টেস্টে তাইজুলের উইকেট হলো ১০টি। এক টেস্টে ১০ উইকেট তিনি নিলেন এ নিয়ে দ্বিতীয়বার। নিউজিল্যান্ড এই টেস্টের স্মৃতি ভুলে যেতে চাইলেও বাংলাদেশের কাছে ঘরের মাঠে কিউইদের প্রথম হারানো টেস্টটা চিরস্মরণীয় হয়েই থাকবে। টেস্টে বাংলাদেশের স্মরণীয় জয়গুলোরই একটি হয়ে গেছে এটি। বাংলাদেশের এখন পর্যন্ত জেতা ১৮টি টেস্টের মধ্যে দেশের বাইরের ৬টিতে জিম্বাবুয়ে ছাড়াও জয় আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তার মধ্যে সেরা গত বছর জেতা মাউন্ট মঙ্গানুই টেস্ট। ঘরের মাঠে যদিও বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে; তবু সব মিলিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে পাওয়া জয়টাই সবচেয়ে এগিয়ে।
সিলেটের চা বাগানে ঘেরা মাঠের বিশাল জয়টা মাউন্ট মঙ্গানুইয়ের পরই আসতে পারে কারণ, ঘরের মাঠে খেলা হলেও উইকেট থেকে এই টেস্টে অন্তত বাংলাদেশ বাড়তি কোনো সুবিধা পায়নি। চতুর্থ দিনের উইকেটেও ব্যাটিংটা প্রথাগতভাবে কঠিন মনে হয়নি। দুই ইনিংসে তাইজুলের ৮ উইকেট দেখে কারও মনে হতেই পারে বাংলাদেশের স্পিনাররা ভালো সহায়তা পেয়েছেন উইকেট থেকে। সেই সহায়তা আসলে তারা আদায় করেই নিয়েছেন। নইলে নিউজিল্যান্ড দলেও তো স্পিনারের অভাব ছিল না। প্রথম ইনিংসের মতো কাল দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে কিউই ব্যাটসম্যানদের ব্যাটে শেকল পরিয়ে রেখেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানও বেশি রান নিতে না দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন। তাইজুলের উইকেটগুলো হতে পারে সেটারই সুফল। আজ তো আরও ২ উইকেট নিয়ে টেস্টটাকেই নিজের করে নিলেন তিনি।
মাউন্ট মঙ্গানুই টেস্টটা যেরকম ছিল পেসার ইবাদত হোসেনের। ইবাদতের দুর্ভাগ্য, চোটের কারণে তিনি এখন দলে নেই। তাঁর শহরেই বাংলাদেশ আরও একবার নিউজিল্যান্ডকে হারালেও তিনি সেই সুখবরটা পেলেন লন্ডনে বসে। চিকিৎসার জন্য আপাতত সেখানেই আছেন বাংলাদেশের মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক।
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে অনে...
১ বছর আগে
জানা গেছে, একটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কাশ্মীরি ৭ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সন্ত্রাস দমন আইনের আওতায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ভারতের এই আইনট...
১ বছর আগে
সদ্য সমাপ্ত বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করে পেয়েছেন টুর্নামেন্ট-সেরার স্বীকৃতি। কিন্তু ফাই...
১ বছর আগে
প্রথম দিন শেষে, বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯
গ্র্যান্ড স্ট্যান্ডে বসা গোটা পাঁচ-ছয় নিউজিল্যান্ডের দর্শক নি...
১ বছর আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা। এই দুই দলের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পরে মাঠের বাইরেও। সাবেক ফুটবলার, ধারাভাষ্যকাররাও ম...
১ বছর আগে
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছে ট্রফি। তবে হাতে তুলে দেওয়া দৃষ্টিনন্দন পুরস্কারের সঙ্গে বড় পাওনা হিসেবে আছে অর্থও। টুর্নামেন্টের চ্যা...
১ বছর আগে
বল বদল, পিচ বদল, টস বিতর্ক—এবারের বিশ্বকাপে ভারতের দুর্দম্য যাত্রা যখন চলছিল, অনেকেই তাদের সেই এগিয়ে চলার পেছনে নানা রকমের তত্ত্ব আবিষ্কারের...
১ বছর আগে
বড় মাপের খেলোয়াড়েরা কি শুধুই তারকা? টাকার কুমিরও। আলিশান বাড়ি, ঝাঁ–চকচকে গাড়ি আর খরচ করার মতো অঢেল টাকা—এই তো তারকাদের জীবন।
...
২ বছর আগে
আল নাসরের হয়ে দুর্দান্ত ছন্দে থেকে পর্তুগাল দলে যোগ দিয়েছিলেন রোনালদো। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও শুরু থেকে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে অ...
২ বছর আগে
২ বছর আগে
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন লিওনেল মেসি। এর মধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ...
২ বছর আগে
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা ম্যাচের পর মুশফিকুর রহিম ঢাকায় ফিরবেন, এটা আগেই জানা গিয়েছিল। নতুন খবর, আজ ভোরের ফ্লাইটে কলম্বো থেকে ঢাকা...
২ বছর আগে
খেলার শুরুতেই উত্তেজনা!
মাঠের একটা ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দুই দলের দুই ডাগআউট। বাক্য বিনিময় হলো। উত্তেজিত হয়ে লাল কার্ড দেখলেন আফ...
২ বছর আগে
৯ মাসও হয়নি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এরই মধ্যে কি না, পরবর্তী বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে নেমে পড়তে হচ্ছে লিওনেল মেসির দলকে। বাংলাদ...
২ বছর আগে
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে শ্রীলংকাই। আফগানদের হারিয়ে প...
২ বছর আগে
চার দলের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সুপার ফোর ভাগ্য আগেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্য থেকে একটি দলের পরের পর্বে য...
২ বছর আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯, আফগানিস্তানের বিপক্ষে ১০৪—হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার আগে কী দুর্দান্ত ফর্মেই না ছিলেন নাজমুল হোসেন। শান্ত নামেই বেশি পর...
২ বছর আগে
এভাবেও তবে হারা যায়! তীরে এসে নিজেদের ভুলেই এশিয়া কাপে তরি ডুবেছে আফগানিস্তানের। সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য...
২ বছর আগে
হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেনের। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করতে দ্র...
২ বছর আগে