26° সে:
২২ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ ঝড় হিসেবে যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এর প্রভাবে প্রবল বৃষ্টির কারণে। সরকারি হিসাবে দেশের অন্তত ১৩টি জেলায় ক্ষত রেখে গেছে মিধিলি। যার বড় অংশই মূলত ভারী বৃষ্টির কারণে।
বাংলাদেশ উপকূলে গত শুক্রবার আঘাত হানা ওই ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় টানা ভারী বৃষ্টি থাকায় কাঁচা বাড়িঘর এবং অন্যান্য অবকাঠামোর দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন দুর্যোগবিষয়ক দেশি এবং আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রাথমিক হিসাবে ঘূর্ণিঝড় মিধিলি দেশের ১৩টি জেলায় সবচেয়ে বেশি প্রভাব রেখে গেছে। এর মধ্যে খুলনা, পটুয়াখালী, বরগুনা ও শরীয়তপুরে সম্পদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এসব জেলায় সরকারিভাবে ত্রাণসহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আরও বিস্তারিত হিসাব করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে জরিপ শুরু হয়েছে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব তৈরি করে যেখানে যে পরিমাণ ত্রাণসহায়তা দরকার, তা পাঠিয়েছি। তবে স্থানীয় পর্যায় থেকে আরও বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব এলে ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।’
জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রতিষ্ঠান ইউএন-ওচার প্রাথমিক হিসাব বলছে, মিধিলির কারণে প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মিধিলির প্রভাবে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ১০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় গড়ে ৭৬ কিলোমিটার। বাতাসের গতির চেয়ে টানা দুই দিন ধরে বৃষ্টি ঝরায় এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে গেছে।
বৈশ্বিক সংস্থা গ্লোবাল ডিজাস্টার অ্যালার্ট অ্যান্ড কো-অর্ডিনেশন সিস্টেমের (জিডিএসিএস) পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় মিধিলি মাঝারি মাত্রায় ক্ষয়ক্ষতি করেছে। ঝড়ে বাতাসের গতি ছিল ঘণ্টায় গড়ে ৭৪ কিলোমিটার। আর জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১ দশমিক ৬ মিটার।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের কারণে শরীয়তপুর, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, পিরোজপুর, পটুয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফেনী, ভোলা ও বরগুনায় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে এই দুর্যোগে দুর্গত মানুষের সংখ্যা ৯৪ হাজার ৫৭৭। এ ছাড়া ৩ হাজার ৬৭০টি বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে মোট তিনজন মারা গেছেন, আর একজন নিখোঁজ রয়েছেন।
তবে বেসরকারি হিসাবে মিধিলিতে প্রাণ গেছে সাতজনের। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে বসতঘরের মাটির দেয়ালধসে একই পরিবারের চারজন মারা যান। আর গাছের ডাল ভেঙে পড়ে চট্টগ্রামে দুজন ও টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় প্রায় ৭ শতাংশ আমন ধানের ক্ষতি হয়েছে। এ ছাড়া ডালজাতীয় ফসল, শর্ষে, তেলজাতীয় ফসল ও শীতকালীন সবজির ক্ষতিও হয়েছে। ক্ষতি হয়েছে মাছের ঘেরেরও। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো হয়নি।
পটুয়াখালীর কৃষি বিভাগ সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলায় রোপা আমনের ৭৫ শতাংশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ১ লাখ ৮০ হাজার হেক্টর রোপা আমন মিধিলির শিকার হয়েছে। এ ছাড়া খেসারিসহ মাঠে থাকা সবজিরও ক্ষয়ক্ষতি হয়েছে।
মিধিলির প্রভাবে টানা বৃষ্টিতে ডুবে যায় বাগেরহাটের কয়েক হাজার হেক্টর জমির বীজতলা। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টির ফলে শীতকালীন সবজি ও খেসারি নষ্ট হওয়ার আশঙ্কা বেশি।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, এই ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির বিষয়গুলো খুব বেশি দৃশ্যমান হিসাবে পাওয়া যাবে না। যেমন সেতু ভেঙে পড়েছে, গাছ উপড়ে গেছে বা বাড়িঘর ধসে গেছে। কারণ, এই ঝড়ের মূল ক্ষতি করেছে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে চলা টানা ভারী বৃষ্টি।
ওই বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তিনি বলেন, শীতকালীন ডাল, সবজি ও তেলজাতীয় ফসল মাত্রই চাষ করেছিলেন কৃষকেরা। এগুলো একবার ক্ষতিগ্রস্ত হলে দ্বিতীয়বার চাষ করে আর আগের মতো ফলন পাওয়া যায় না। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারি সহায়তা নিশ্চিত করা দরকার।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ...
১ বছর আগে
বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জে...
১ বছর আগে
দেশে আবারও স্বর্ণের দাম বাড়ল। রেকর্ড ছাড়িয়ে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো ম...
১ বছর আগে
বাংলার প্রথম স্বাধীন সুলতান মুরশিদ কুলি খান ১৭০০ থেকে ১৭০৪ সালের মধ্যে পুরান ঢাকার বেগম বাজারে অনন্য এই মসজিদ নির্মাণ করেন। স্থাপত্য রীতির কারণেই ব...
১ বছর আগে
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬০৬ জনে। গত...
১ বছর আগে
এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সে...
১ বছর আগে
চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার এই হার ছিল ৮৫ দশমিক ৯৫। আজ রোববার সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানের ম...
১ বছর আগে
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার সময় চট্টগ্রাম নগরে আবার একটি ভবন হেলে পড়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার সময় নগরের পশ্চিম শহীদ নগরের তৈয়াবিয়া হাউজিং...
১ বছর আগে
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ। এদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ লাখ প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক। এরপর রয়েছে এল সালভাদরে...
১ বছর আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বুধবার সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোত...
১ বছর আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু হলো। আর এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৬৭১ জন। আজ বুধবার স...
২ বছর আগে