রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:২০ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ১ কোটি ৫ লাখ, জানা গেল কোন দেশের কত

ওয়ালিউল হাসান   ঢাকা

২৩ নভেম্বর ২০২৩


যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের একাংশ
যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীদের একাংশ | ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ। এদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ লাখ প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক। এরপর রয়েছে এল সালভাদরের নাম। তবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নাম। সেখানে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকের সংখ্যা কমপক্ষে সাত লাখ ২৫ হাজার। ২০২১ সালে করা জরিপের ভিত্তিতে পিউ গবেষণা কেন্দ্র এ তথ্য প্রকাশ করেছে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর)।

মেক্সিকো সীমান্তে ব্যাপক ধরপাকড় ও গ্রেপ্তারদের ফেরত পাঠানোর পরে্ও দেশটি থেকে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। বৈধ কাগজ-পত্র ছাড়া এল সালভাদর থেকে যুক্তরাষ্ট্রে ঢুকেছে এমন মানুষের সংখ্যা ৮ লাখ। গুয়াতেমালা ও হুন্ডুরাস থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা যথাক্রমে ৭ লাখ এবং ৫ লাখ ২৫ হাজার। এদিকে এশিয়া থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার।

পিউ জানায়, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে হয়েছিল সর্বোচ্চ এক কোটি ২২ লাখ। ২০০৪ সালে সংখ্যাটি প্রায় সমান ছিল। সবশেষ সংখ্যাটি ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত প্রতি বছরের চেয়ে অনেক কম ছিল। পিউ জানায়, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে হয়েছিল সর্বোচ্চ এক কোটি ২২ লাখ। ২০০৪ সালে সংখ্যাটি প্রায় সমান ছিল। সবশেষ সংখ্যাটি ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত প্রতি বছরের চেয়ে অনেক কম ছিল। সবশেষ প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সাব-সাহারা প্রতিটি অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়েছে।