রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:২০ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

বিনোদন

নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন

ওয়ালিউল হাসান   ঢাকা

২৪ নভেম্বর ২০২৩


ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন
ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন | ছবি: ইন্টারনেট

প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস তারকাদের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিও। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে, সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবার শোনা যায় বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। তখনো খবর সত্যি হয়নি। তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। টাইমস ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে অবলম্বনে জেনে নেওয়া যাক ঘটনার বিস্তারিত। প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ ঐশ্বরিয়া রাই। এবার প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ফ্যাশন উইকে হাঁটেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলি নন্দা। ঘটনা হলো, একই আয়োজনে একই সঙ্গে উপস্থিত থাকলেও ঐশ্বরিয়া ও নব্যা পরস্পরকে এড়িয়ে চলেন। এরপরই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম। ১৭ নভেম্বর ছিল ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যর জন্মদিন। এ বছর বারোতে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক।

বাবার কোলে বসা আরাধ্যর ছবি দিয়ে অভিষেক লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’ ঐশ্বরিয়া নিজের পোস্টে লিখেছিলেন, ‘আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, সারা জীবন এভাবেই ভালোবেসে যাব প্রিয় আরাধ্য। তুমিই আমার জীবনের সেরা ভালোবাসা। তুমিই আমার বেঁচে থাকার কারণ।’ তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ। এমনিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক কিছু লিখেছেন। কিন্তু আরাধ্যর জন্মদিনে রহস্যময়ভাবে নীরব ছিলেন তিনি।

একইভাবে ১ নভেম্বর ৫০-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাঁকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদ্‌যাপন করেছিলেন ঐশ্বরিয়া। পাশে অভিষেককেও দেখা যায়নি। কেবল দায়সারাভাবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন অভিষেক।
এখানেই শেষ নয়, চলতি মাসে দেওয়ালি পার্টিতেও একাই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তখন তাঁর সঙ্গে অভিষেকের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।