26° সে:
২৬ নভেম্বর ২০২৩
দীর্ঘদিন সাড়ে চার বছর পর পর্দায় ফিরে নিজের হারানো রাজত্ব পুনরায় দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরের শুরুতে ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর সর্বশেষ ‘জওয়ান’-এর মাধ্যমে ইন্ডাস্ট্রি হিট দিয়ে বাদশাহ এখন নিজের বাদশাহি ছন্দে। সেই সঙ্গে বক্স অফিসে কুপোকাত হয়ে থাকা বলিউডও যেন প্রাণ ফিরে পেয়েছে! নতুন করে ইন্ডাস্ট্রির জাগরণ দেখছেন কলাকুশলীরা। এখন শাহরুখ বন্দনায় ব্যস্ত সকলে।
দীর্ঘদিন সাড়ে চার বছর পর পর্দায় ফিরে নিজের হারানো রাজত্ব পুনরায় দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরের শুরুতে ‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর সর্বশেষ ‘জওয়ান’-এর মাধ্যমে ইন্ডাস্ট্রি হিট দিয়ে বাদশাহ এখন নিজের বাদশাহি ছন্দে। সেই সঙ্গে বক্স অফিসে কুপোকাত হয়ে থাকা বলিউডও যেন প্রাণ ফিরে পেয়েছে! নতুন করে ইন্ডাস্ট্রির জাগরণ দেখছেন কলাকুশলীরা। এখন শাহরুখ বন্দনায় ব্যস্ত সকলে।
স্লামডগ মিলিয়নেয়ার : শাহরুখ খানকে পরিচালক ড্যানি বয়েলের অস্কার বিজয়ী সিনেমা স্লামডগ মিলিয়নেয়ারে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু অভিনেতা ব্যক্তিগত কারণে সেই সুযোগ ফিরিয়ে দেন। পরে, একটি সাক্ষাৎকারের সময়, খান প্রকাশ করেছিলেন ‘আমি এটি করিনি কারণ সঞ্চালকের চরিত্রটি কিছুটা প্রতারক এবং তিনি কিছুটা খারাপ ছিলেন। আমি ইতিমধ্যেই শো’টি করেছি তাই আমার মনে হয়েছিল যদি আমি এটি করি তবে শো’টি ঘিরে আমার সেই ধরনের ইমেজ তৈরি হবে। মনে হবে আমিও শো’তে একই কাজ করি। তবে এটি একটি দুর্দান্ত চলচ্চিত্র ছিল।’ পরবর্তীতে শাহরুখ খানের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করেন অনিল কাপুর। এরপরের গল্প সবারই জানা। বিশ্বব্যাপী প্রশংসিত হন অনিল কাপুর।
কাহো না পেয়ার হ্যায় : অনেকেই ভাবেন, হৃতিকের বাবা রাকেশ রোশন হৃতিকের অভিষেক করানোর জন্যই এই সিনেমা নির্মাণ করেছেন। তবে আসল সত্য হলো, সিনেমাটি আগে থেকেই নির্মাণের পরিকল্পনা ছিল। আর হৃতিক নয়, শাহরুখ খানকে নিয়েই এটি নির্মাণ করতে চেয়েছিলেন রাকেশ। তবে শাহরুখ এই সিনেমাটি প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত নিজের ছেলেকেই পর্দায় অভিষেক করান রাকেশ। এরপরের গল্প সবার জানা। এই সিনেমার মধ্য দিয়েই বলেউডে অভিষেক হয় হৃতিকের। আর সেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাসহ একাধিক পুরস্কারও জিতে নেয় সিনেমাটি।
লাগান : পরিচালক আশুতোষ গোয়ারিকর তার লাগান-এ শাহরুখ খানকে ভুবন চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু অভিনেতা অজানা কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর আমির খানকে নিয়ে সেই সিনেমা তৈরি করেন আশুতোষ। স্পোর্টস ড্রামার এই চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনীত হওয়া ভারতের তৃতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। ভারতের কালজয়ী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ‘লাগান’।
রং দে বাসন্তী : রং দে বাসন্তী হল ভারতের সমালোচক প্রশংসিত এবং বাণিজ্যিকভাবে সফল আরেকটি চলচ্চিত্র যা শাহরুখ খান প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে আমির খানের কাছে যায় সিনেমাটির প্রস্তাব এবং আমিরও লুফে নেন এটি। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি বছরের সেরার দৌড়ে অসংখ্য পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি। ৫৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি পুরস্কার জিতে নেয় রং দে বাসন্তী।
মুন্না ভাই এমবিবিএস : অভিনেতা সঞ্জয় দত্তের জন্য একটি বিশাল গেম-চেঞ্জার হয়ে উঠেছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্না ভাই এমবিবিএস।’ সিনেমাটি শুধুমাত্র সঞ্জয়কে তার ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতেই সাহায্য করেনি বরং এটি ২০০৩ সালের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি৷ কিন্তু আপনি কি জানেন, মুরলিপ্রসাদ শর্মা ওরফে মুন্না ভাইয়ের ভূমিকার জন্য হিরানির প্রথম পছন্দ শাহরুখ খান ছিলেন? টাইমস অফ ইন্ডিয়ার মতে, সঞ্জয় দত্তকে জহিরের ভূমিকার জন্য বিবেচনা করা হয়েছিল (যেটিতে জিমি শেরগিল অভিনয় করেছিলেন)। কিন্তু যখন শাহরুখ খান চিকিৎসার জটিলতার কারণে এই প্রকল্প থেকে বেরিয়ে আসেন তখন নির্মাতারা সঞ্জয় দত্তকে প্রধান ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। এরপর তো রীতিমতো ইতিহাস তৈরি করেছেন সঞ্জয়।
থ্রি ইডিয়টস : বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির মধ্যে একটি। আমির খান, আর. মাধবন এবং শারমন জোশি অভিনীত ৩ ইডিয়টস, চেতন ভগতের উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ানের একটি রূপান্তর। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটির জন্য প্রাথমেই শাহরুখ খানকে প্রস্তাব করা হয়েছিল, যিনি সময়সূচীর জটিলতার কারণে এটি ফিরিয়ে দেন। এছাড়াও রাজকুমার হিরানি তখন উঠতি পরিচালক ছিলেন। তাই শাহরুখ খান তার চলচ্চিত্রে কাজ করার তেমন আগ্রহ দেখাননি। সম্প্রতি নিজের ৫৮তম জন্মদিনে এমনটাই জানিয়েছেন কিং খান।
এক থা টাইগার : আপনি কি জানেন, টাইগার খ্যাত সালমান খানের ক্যারিয়ার সেরা চলচ্চিত্র, স্পাই থ্রিলার ‘এক থা টাইগার’-এর জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান! টাইমস অফ ইন্ডিয়ার মতে, পরিচালক কবির খান শাহরুখকে প্রধান ভূমিকায় কাস্ট করতে চেয়েছিলেন কিন্তু শাহরুখ তখন যশ চোপড়ার অপর চলচ্চিত্র ‘জাব তাক হ্যায় জান’ নিয়ে ব্যস্ত ছিলেন। যার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। তারপরে সিনেমাটির প্রস্তাব সালমান খানের কাছে দেওয়া হয়েছিল আর সালমান তা লুফে নেন। এতে উল্লেখযোগ্য অভিনয় করেছিলেন সালমান। এই সিনেমাটির মাধ্যমেই যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের শুরু করেন। অবশ্য শাহরুখ পরবর্তীতে ‘পাঠান’ দিয়ে যশরাজের স্পাই ইউনিভার্সে অন্তর্ভুক্ত হন। এই গোয়েন্দা মহাবিশ্বে আরো রয়েছেন কবীর খ্যাত হৃতিক রোশন।
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
এদেশের প্রথম প্রজন্মের চলচ্চিত্রের চিত্রগ্রাহক আফজাল চৌধুরী আর নেই। (ইন্না ইল্লা.....রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর ১০ মাস।
তিন...
১ বছর আগে
কানাডিয়ান পপ তারকা ক্রিস উকে ধর্ষণসহ একাধিক অপরাধের জন্য ১৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন চীনের এক আদালত। গত বছরের নভেম্বরে দেওয়া সেই রায়ের বিরুদ্...
১ বছর আগে
প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস তারকাদের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিও। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ন...
১ বছর আগে
রাজনীতিতে সক্রিয় হলেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল, যাকে দর্শকরা নায়ক রুবেল হিসেবেই ভালোবাসেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বা...
১ বছর আগে
যুক্তরাজ্য-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘লায়নেস’ দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক করতে যাচ্ছেন এ আর রহমানের কন্যা...
১ বছর আগে
হাসপাতালে ভর্তি, পরেরদিন হাসপাতাল থেকে ফিরে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ-এসব নিয়ে তুমুল আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একইসঙ্গে অভিনে...
১ বছর আগে