রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:২৫ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

রাজনীতি

সরকারের ওপর চাপ তৈরি করতে চায় হেফাজত

ওয়ালিউল হাসান   ঢাকা

০৫ সেপ্টেম্বর ২০২৩


হেফাজতে ইসলাম বাংলাদেশ
হেফাজতে ইসলাম বাংলাদেশ | ছবি: অনলাইন

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সারা দেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বন্দীদের মুক্তি নিয়ে হেফাজতের নেতারা চাপে আছেন। এখনো সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক, মুনির হোসেন কাসেমী, নূর হোসাইন নূরানী, রফিকুল ইসলাম মাদানী কারাবন্দী। এর মধ্যে মামুনুল হকসহ কয়েকজন নেতার একাধিক মামলায় বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে। এসব মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে গিয়ে নেতা-কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁরা সরকারের ওপর চাপ তৈরি করে মামলা এবং বন্দীদের মুক্তির বিষয়ে দ্রুত সুরাহায় পৌঁছাতে চাইছেন। এ অংশ হেফাজতকে নতুন করে সংগঠিত করে মাঠের কর্মসূচিতে নামতে শীর্ষ নেতৃত্বকে তাগিদ দিচ্ছেন।

২০২০ সালের বিলুপ্ত কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে গত ৩১ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির বেশির ভাগকেই নতুন কমিটিতে আগের পদে বা পদোন্নতি দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও পুনর্গঠিত কমিটি নিয়ে নেতা-কর্মীদের একটি বড় অংশের মধ্যে ক্ষোভ-অসন্তোষ আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিটিতে পুরোনোদের ফেরানো হলেও বিগত সময়ে কারাবন্দী ও নির্যাতিত অনেককে যথাযথ মূল্যায়ন করা হয়নি। মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে নায়েবে আমির ও সাখাওয়াত হোসাইন রাজিকে যুগ্ম মহাসচিব করার প্রস্তাব ছিল। কিন্তু আফেন্দীকে যুগ্ম মহাসচিব ও সাখাওয়াত হোসাইনকে সহকারী মহাসচিব করা হয়।