রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৮:০৯ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

খেলা

চোটে এশিয়া কাপ শেষ নাজমুলের

ওয়ালিউল হাসান   ঢাকা

০৫ সেপ্টেম্বর ২০২৩


নাজমুল হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর
নাজমুল হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর | ছবি: বিসিবি

হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেনের। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করতে দ্রুতই দেশে ফিরবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান নাজমুলের। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন নাজমুল। তাঁর ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে বড় সংগ্রহ তুলে পরে জয়ও তুলে নিয়েছিল বাংলাদেশ। গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল। পরের দিন এমআরআই করানো হয়। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম নাজমুলের চোট নিয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’