রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৮:১৯ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

খেলা

মোরছালিনের গোলে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ড্র

ওয়ালিউল হাসান   ঢাকা

০৭ সেপ্টেম্বর ২০২৩


মোরছালিনের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ
মোরছালিনের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ | ছবি: শামসুল হক

খেলার শুরুতেই উত্তেজনা!

মাঠের একটা ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হলো দুই দলের দুই ডাগআউট। বাক্য বিনিময় হলো। উত্তেজিত হয়ে লাল কার্ড দেখলেন আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। সেই উত্তেজনাটা এরপর মাঠেও থাকল গোটা সময়ই। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টিভেজা মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচ উত্তেজনা ও রোমাঞ্চ ছড়িয়ে অমীমাংসিতই রইল। পিছিয়ে পড়া বাংলাদেশ শেখ মোরছালিনের গোলে আফগানিস্তানের ড্র করেছে ১-১-এ। আফগানিস্তান দলে আজ বেশ কয়েকটি বদল আসবে-এটা আগে থেকেই জানা ছিল। খেলোয়াড় তালিকা হাতে পাওয়ার পর দেখা গেল তিনটি বদল নিয়ে মাঠে নেমেছে তারা। অধিনায়ক ফারশাদ নূর প্রথম ম্যাচে খেলেননি, আজ তিনি নেমেছিলেন, সঙ্গে ছিলেন জাবের শারজা ও ফয়সায় শায়েতেশ। তিনজনের অন্তর্ভুক্তিতে প্রথম ম্যাচের চেয়ে আজ আফগানিস্তান ছিল বেশ শক্তিশালীই। বাংলাদেশ অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই আফগানিস্তানের সঙ্গে টক্কর দিয়েছে, উপহার দিয়েছে ভালো খেলা। ম্যাচের ৫৩ মিনিটে অমিদ পোপালজাইয়ের কর্নার থেকে জাবের শারজার হেড থেকে করা গোলটি ছাড়া আফগানিস্তানকে সেভাবে আক্রমণেই উঠতে দেয়নি বাংলাদেশ। তারিক কাজী, ইসা ফয়সাল, তপু বর্মণ আর বিশ্বনাথ ঘোষের রক্ষণভাগ ছিল পুরো ম্যাচেই আঁটসাট। মধ্যমাঠে আজ সিনিয়র সোহেল রানা আর অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন অনেক বেশি সপ্রতিভ। রাকিব হোসেন আজও আতঙ্ক ছড়িয়েছেন আফগানিস্তানের রক্ষণে। মোরছালিন তো আজ নিজের চতুর্থ আন্তর্জাতিক গোলটি পেয়েছেন। ম্যাচের ৬২ মিনিটে রাকিবের কাছ থেকে বল নিয়ে বিশ্বনাথ ঘোষ আফগানিস্তানের রক্ষণকে ফাঁকি দিয়ে বাঁ দিকে যে ক্রসটি ঠেলেছিলেন, সেটি থেকেই গোল করেন মোরছালিন। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি আজ বাংলাদেশ জিততেও পারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাকিব নিজের গতি দিয়ে বল নিয়ে ঢুকে দারুণ একটা ক্রস করেছিলেন আফগান গোলমুখে। কিন্তু মোরছালিন মাথা ছোঁয়াতে পারেননি। এর আগে ৩৯ মিনিটে রাকিবের আচমকা এক শট আফগান গোলরক্ষক ফয়সাল আহমেদ হামিদি কোনোমতে রক্ষা করেন।