রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১৬ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

অপরাধ

ডাকাতের কবলে মেসির স্ত্রীর টাকা

ওয়ালিউল হাসান   ঢাকা

২৮ নভেম্বর ২০২৩


মেসি ও তার পরিবারের সকলে ট্রফি নিয়ে
মেসি ও তার পরিবারের সকলে ট্রফি নিয়ে | ছবি: ইন্টারনেট

আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট রয়েছে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর। সেই মার্কেটের টাকা গুলি করে ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। সুপারমার্কেট থেকে গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে টাকা নিয়ে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া। এ সময় ডাকাতির ঘটনা ঘটে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, স্কালিয়া সুপারমার্কেটের দুজন কর্মীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। রোজারিওর পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী তাদের গাড়ি থামায়। এ সময় তারা প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো ডাকাতি করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। 

টাকা ছিনিয়ে নেয়ার আগে গাড়িতে গুলি ছোড়ে ডাকাত দল। গুলি গাড়ির কাঁচ ভেদ করলেও কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি লিওনেল মেসি। তবে রোকুজ্জোর কাজিন স্কালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। পোস্টটিতে কমেন্ট করে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো।