রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১৬ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

অপরাধ

নোয়াখালীতে মুকুল হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ওয়ালিউল হাসান   ঢাকা

২৩ নভেম্বর ২০২৩


খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা
খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা | ছবি: স্থানীয় মাধ্যম

নোয়াখালী সদর উপজেলার সাহেবের হাট এলাকায় হুমায়ুন কবির মুকুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ক্ষুব্ধ এলাকাবাসী ওই কর্মসূচির আয়োজন করে। নিহত হুমায়ুন কবির মুকুল সদর উপজেলার আবদুল্যাহপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল হুমায়ুন কবির মুকুল। তারই জের ধরে গত ১ অক্টোবর সকালে সাহেবের হাট বাজারে তার বাবার সামনে মুকুলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মাদকসেবী কালা মিয়া, ওম, সাহাবউদ্দিন, সবুজসহ ৮ থেকে ১০জন সন্ত্রাসী।

মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ নভেম্বর মারা যান মুকুল। 

তারা আরও জানান, ঘটনার পর আহতের ঘটনায় মামলা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তারা কয়েকদিন পর জামিনে মুক্তি পায়। কিন্তু মুকুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপ নিলেও পুলিশ হত্যা মামলা হিসেবে কাউকে এখনও গ্রেপ্তার করেনি। আন্দোলকারীরা, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সুধারাম থানায় একটি মামলা হয়েছে, মামলাটি তদন্তের জন্য তাদের কাছে রয়েছে। মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।