রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১৯ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

অপরাধ

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ওয়ালিউল হাসান   ঢাকা

২২ নভেম্বর ২০২৩


অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা | ছবি: ইন্টারনেট

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের এক গ্রাম পুলিশের মেয়ে আরবী (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, দুপুরে ওই গৃহবধু স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করার পর থেকে উত্তেজিত হয়ে পড়ে। নিহত গৃহবধুর ভাই রেজোয়ান হোসেন বলেন,আমার মা আমাকে বেলা সাড়ে ১১ টার দিকে ফোন করে বাড়ীতে আসতে বলে। আমি আমার শশুর বাড়ী থেকে আসতে না চাইলে আমার মা আমাকে জানায় আমার বোন ওর এক বছরের শিশু ছেলেকে আমার মায়ের কোলে দিয়ে ঘরে দৌড় দিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি আমার মায়ের কথা শুনে এসে দেখি আমার বোন আর নেই। নিহতের বোন কলেজ ছাত্রী জানান,বিয়ের পর থেকে আমার বোনকে আমার দুলাভাই গাড়াগ্রাম বাস ষ্ট্যান্ড পাড়ার লাল মিয়ার ছেলে মহিবুল্লাহ ওরফে দুদু (২৮) বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসতো। আমার দুলাভাই নারায়নগঞ্জ জেলার ওয়াশায় মাষ্টার রোলে চাকুরী করে। সেখানে আমার বোনও তার সাথে থাকতো। আমার বোনকে বেধড়ক মারপিট করতো আমার দুলাভাই। পরে আমার বোন তার ছেলেকে নিয়ে ১৫ তারিখ ঢাকা থেকে পালিয়ে বাড়ীতে আসে। বাড়ীতে আসার পর প্রায় সময় দুলাভাই আমার বোনকে মোবাইল ফোনে গালি গালাজ করতো। আজ দুপুরে আমার বোনকে আমার দুলাভাই তালাক দেয়ার কথা বললে তিনি সেই ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। নিহত আরবী খামাড় গ্রাড়াগ্রাম এলাকার সাবেক গ্রাম পুলিশ আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে পৌছে যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র বলেন,ঘটনাস্থলে পুলিশ এখনো আছে। তারা না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।