রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১৮ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

রাজনীতি

পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান, চাইলেন আশ্রয়

ওয়ালিউল হাসান   ঢাকা

০৮ সেপ্টেম্বর ২০২৩


স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন এমরান আহম্মদ ভূঁইয়া
স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন এমরান আহম্মদ ভূঁইয়া | ছবি: ডেইলি স্টার

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই পরিবারসহ যুক্তরাষ্ট্রের দূতাবাসে হাজির হয়েছি। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই পরিবারসহ যুক্তরাষ্ট্রের দূতাবাসে হাজির হয়েছি। 

এমরানের বিষয়ে জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে আপনাদের জানানোর মতো কোনো তথ্য নেই।’ এদিকে ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমরান স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে গিয়ে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে...। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন ধরে অনবরত হুমকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ ৩টা ব্যাগে এক কাপড়ে আমার ৩ মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।’ শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একটি বক্তব্য দিয়ে কয়েক দিন ধরে আলোচনায় এমরান আহম্মদ। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছিলেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে শতাধিক নোবেলজয়ী রয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে অব্যাহতি দিয়ে আদেশ জারি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে বরখাস্ত করা হয়েছে

ড. ইউনূস বিচারিক ‘হয়রানির শিকার’, বিবৃতিতে সই করব না: ডেপুটি অ্যাটর্নি জেনারেল