রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ , (০৬:১৮ AM) / ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

26° সে:

রাজনীতি

সেপ্টেম্বরে আসছে নানা কর্মসূচি, উত্তপ্ত হতে পারে রাজনীতির মাঠ

ওয়ালিউল হাসান   ঢাকা

০৮ সেপ্টেম্বর ২০২৩


আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো।
আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো। | ছবি: এপি

পুলিশ এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বব্যাপী সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা, সংকট প্রতিক্রিয়া, পরামর্শ এবং প্রতিরক্ষামূলক সমাধান দেওয়া বেসরকারি নিরাপত্তা সংস্থা ক্রাইসিস২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলো বেশকিছু কর্মসূচির তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন স্থানে একাধিক প্রতিবাদ মিছিল রয়েছে জামায়াতে ইসলামীর। আগামী ৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটির সমর্থকরা। একই দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় দুটি মিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা বেটার লাইফ হাসপাতাল থেকে ভিআইপি রোড হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পদযাত্রা করবেন। ঢাকা মহানগর দক্ষিণের কমলাপুর এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা রয়েছে। 

ওইদিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে বিএনপি-সংশ্লিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউটিএবি) সদস্যরা।

পরদিন ১০ সেপ্টেম্বর জামায়াত বাংলাদেশের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে প্রধান প্রধান শহুরে কেন্দ্রগুলোতে বিক্ষোভ মিছিলের আয়োজন করবে।

এছাড়া একই মাসে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে এবং দেশব্যাপী বিভিন্ন সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আরেকটি বিক্ষোভ কর্মসূচি শুরু করবে বিএনপি নেতারা। এর অংশ হিসেবে দলটির কর্মীরা বাংলাদেশ সচিবালয়, নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ সরকারি ভবনের সামনে অবস্থান ও অবরোধ করে তাদের প্রচারণা জোরদার করতে পারে।